২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রকাশিত ফল ত্রুটিপূর্ণ দাবি করে রিট
- আপডেট সময় : ০৮:০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রকাশিত ফল ত্রুটিপূর্ণ দাবি করে, তা বাতিল করে নতুন মেধা তালিকা প্রনয়ণের মাধ্যমে, মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির নির্দেশনা চেয়ে একটি রিট করা হয়েছে।
বুধবার ভর্তি পরীক্ষায় অংশ নেয়া ৩২৪ জন পরীক্ষার্থীর পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির ও মোহাম্মদ কাওছার আজ এই রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে বিবাদী করা হয়েছে। আইনজীবীদের দাবী, এসব ত্রুটি ও অসংগতি রেখে মেধা তালিকা প্রণয়নের ফলে হাজার হাজার যোগ্য ও মেধাবী পরীক্ষার্থী মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হওয়ার মুখে পড়েছেন। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও জবাব না পাওয়ায় আজ হাইকোর্টে রিট করা হয়েছে বলেও জানান আইনজীবীরা।