২০২২ সালে আফগানিস্তানে পুনর্নির্মাণে ৫০০ কোটি মার্কিন ডলারের তহবিল প্রয়োজন
- আপডেট সময় : ০১:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
২০২২ সালে আফগানিস্তানে মানবিক বিপর্যয় ঠেকাতে এবং দেশটি পুনর্নির্মাণে ৫০০ কোটি মার্কিন ডলারের তহবিল প্রয়োজন বলে জানিয়েছেন জাতিসংঘ। প্রথমবারের মতো নির্দিষ্ট কোনো দেশের সহায়তায় এত বড় অঙ্কের তহবিল চেয়েছে সংস্থাটি।
জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, আফগানিস্তানের জনগণের জন্য সহায়তার পরিধি বাড়াতে এই সমপরিমাণ তহবিল দরকার পড়বে।ক্ষুধা, রোগ, অপুষ্টি প্রতিরোধে সহায়তার আহ্বান জানান তিনি। শুধু আফগানিস্তানের অভ্যন্তরীণ মানুষের সহায়তার জন্য ৪৪০ কোটি ডলার তহবিল প্রয়োজন। তহবিলের বাকি অংশ প্রয়োজন বিভিন্ন দেশের আফগান শরণার্থীদের জন্য। জাতিসংঘের দেয়া তথ্যমতে, আফগানিস্তানের ভেতরে ২ কোটি ২০ লাখ মানুষ এবং দেশটির পাঁচ প্রতিবেশী দেশে আরও ৫৭ লাখ বাস্তুচ্যুত আফগানের এই বছর জরুরি সহায়তার দরকার হবে। গত আগস্টের মাঝামাঝি আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তারপরই দেশটির অর্থনৈতিক ব্যবস্থা পুরোদমে ভেঙে যায়। হু হু করে বাড়তে পারে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব।