২০২৪ সাল নাগাদ দেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়বে : জ্বালানি বিশেষজ্ঞরা

- আপডেট সময় : ০৬:৫৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ২১৩৭ বার পড়া হয়েছে
২০২৪ সাল নাগাদ দেশের জ্বালানি খাতে বড় ধরনের সংকটের মুখে পড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, জ্বালানি সংকট নিরসণে সরকার উদাসীন।এ খাতে সম্ভবনার যথাযথ ব্যবহার করছে না।জাতীয় প্রেসক্লাবে ক্যাব আয়োজিত জ্বালানি রূপান্তর বিষক অনুষ্ঠানে এ সব কথা বলেন তারা । এছাড়া জ্বালানি খাতকে বাণিজ্যিক খাতে রুপান্তর ভয়াবহ ইঙ্গিত বলেও মনে করেন জ্বালানি বিশ্লেষকরা।
অর্থনৈতিক অগ্রগতির পথে ‘জ্বালানি রূপান্তরে সুবিচার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব। জ্বালানি সংকট নিরসণে বিকল্প জ্বালানি ও নিজস্ব সম্পদের অনুসন্ধানে উদাসীনতা দেখা যাচ্ছে বলে মনে করেন আলোচকরা। ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বাণিজ্যিক খাতে পরিণত করা-একটি ভয়াবহ ইঙ্গিত। জ্বালানির সম্ভাবনার যথাযথ ব্যবহার করতে না পারা আগামীতে উৎপাদনমুখী শিল্পখাতে হুমকি তৈরি করবে বলে মনে করেন আলোচকরা।