২০২৫ সালের মধ্যে বাংলাদেশকে পুরোপুরি শিশুশ্রম মুক্ত করা হবে
- আপডেট সময় : ০৮:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
২০২৫ সালের মধ্যে বাংলাদেশকে পুরোপুরি শিশুশ্রম মুক্ত করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, জাতীয় মনিটরিং কোর কমিটির পরিদর্শনকৃত ৬টি ঝুঁকিপূর্ণ খাতকে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হবে।
বিকেলে ঢাকার বিজয়নগরে শ্রমভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এসময় তিনি বলেন, প্রাথমিকভাবে ট্যানারি, গ্লাস, সিরামিক, জাহাজ পুন: প্রক্রিয়াজাতকরন, রপ্তানীমুখী চামড়াজাত শিল্প ও পাদুকা এবং রেশম এ ৬টি সেক্টরে মালিকপক্ষ কোনো শিশু নেই বলে জানায়। এসব প্রতিষ্ঠানে পরিদর্শনের করে দেখা যায় এগুলোতে কোনো ধরণের শিশুশ্রম নেই। তিনি বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রধান কাজ প্রাতিষ্ঠানিক, অ-প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠি করা, তাদের কণ্যান নিশ্চিত করে শ্রম আইন বাস্তবায়ন করা। দিন দিন এসব কাজের অগ্রগতি হচ্ছে বলেও জানান তিনি।