২০৩০ সালের মধ্যে পাতাল এবং উড়ালসহ মোট ৬টি মেট্রোরেল রুট নির্মিত হবে: সেতুমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
২০৩০ সালের মধ্যে পাতাল এবং উড়ালসহ মোট ৬টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইতোমধ্যেই মেট্রোরেল রুট ৬ এর কাজ শতকরা ৫২ ভাগ শেষ হয়েছে। এদিকে শুধু সরকারের সমালোচনা নয় ভাল কাজের প্রশংসা করার জন্য গণমাধ্যমের প্রতি আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সকালে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় “বুয়েটের কাউন্সিল ভবনে ঢাকা মহানগরীর সড়ক নিরাপত্তা ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ভূমিকা ও উদ্যোগ শীর্ষক সেমিনারে নিজ বাসভবন থেকে অনলাইনে যুক্ত হন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থান উন্নয়নে ২০৩০ সালের মধ্যে পাতাল এবং উড়ালসহ মোট ৬টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে।
সড়ক দূর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য দ্রুত কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, চারলেন, ছয়লেন, আটলেন সড়ক যতই নির্মাণ হোক এখনো সড়ক নিরাপত্তা নিশ্চিত হয়নি,সড়ক দূর্ঘটনা এখনো সবচেয়ে বড় দুর্ভাবনা।
এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রদর্শনীর সমাপনী ও লেখক সম্মাননা প্রদান অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় গণমাধ্যম কর্মী ও সম্প্রচার আইনের কাজ চলছে।
২০৪১ সালের মধ্যে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করতে সংবাদ কর্মীসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান তথ্যমন্ত্রী।