২০৩৫ সালে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ: গভর্নর
- আপডেট সময় : ০৯:৩৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
চলমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সালে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। এ কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। প্রবাসী আয়ে নগদ সহায়তা ৩ শতাংশ করার পরামর্শ দিয়েছেন সাবেক গভর্নর ড. আতিউর রহমান। এদিকে, আরেক সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন বলেন, ব্যাংকিং খাতে ঋণ খেলাপিদের পক্ষে কাজ করার প্রবণতা এখনও রয়ে গেছে। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বুধবার রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তার দ্বিতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এসময় তিনি বলেন, ২০৩৫ সালে বাংলাদেশ বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হবে।
সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, দেশে আমদানি বাড়লেও, কমেছে রপ্তানি। প্রবাসী আয়ে নগদ সহায়তা আরও ১ শতাংশ বাড়ানোর পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন বলেন, ব্যাংকিং খাতে ঋণ খেলাপিদের সহযোগিতা করার প্রবণতা এখনও রয়ে গেছে।
এদিকে, অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব আব্দুর রউফ তালুকদার বলেন, গত দশ বছরে বাংলাদেশ ব্যাংকের অবদান হল অটোমেশন।