২১ আগস্টের হত্যাকাণ্ডে সাথে খালেদা জিয়া ও তারেক গ্যাং জড়িত ছিল: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৪৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ১৭৫৫ বার পড়া হয়েছে
২১ আগস্টের হত্যাকাণ্ডে সাথে খালেদা জিয়া ও তারেক গ্যাং জড়িত ছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে হামলার আলামতও ধ্বংস করেছে তারা। সকালে ২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে বঙ্গবন্ধু এ্যাভিনিউতে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বার বার মানবতা লঙ্ঘন করেছে বিএনপি, যা সংরক্ষণ করেছে আওয়ামী লীগ। বিএনপি শুধু হত্যার রাজনীতি জানে বলেও উল্লেখ করনে শেখ হাসিনা।
২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে বঙ্গবন্ধু এ্যাভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে হামলায় নিহত শহীদদের স্মৃতিফলকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। অংশ নেন আওয়ামী লিগের কেন্দ্রীয় নেতারাও।
পরে আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে ২১ আগস্ট গ্রেনেড হামলার বর্ণনা তুলে ধরে শেখ হাসিনা বলেন, হামলার সাথে জড়িত ছিলো বিএনপি।
শুধু তাই নয়, বিএনপি হামলার আলামতও ধ্বংস করেছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
বিএনপি শুধু হত্যার রাজনীতি করে জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, পরিকল্পিতভাবে আওয়ামী লিগের বিরুদ্ধে চক্রান্ত করেছে তারা।
ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয় অভিযোগ করেন শেখ হাসিনা বলেন, ক্ষমতায় আসার পর মানবতা সংরক্ষণ করেছে আওয়ামী লীগ।
ষড়যন্ত্রকারীদের দেশের মানুষ আর ছাড় দেবে না বলেও হুঁশিয়ার করেন শেখ হাসিনা।