২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি অচিরেই শুরু হবে
- আপডেট সময় : ০৮:০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি অচিরেই শুরু হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সরকার প্রধান হিসেবে ২১ আগস্ট হত্যাকাণ্ডের দায় খালেদা জিয়া কোনভাবেই এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সকালে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীর পৃথক আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় আহত হয়ে চার দিন পর মারা যান দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান।
মঙ্গলবার সকালে ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরে সাংবাদিকদের তিনি বলেন, আইভি রহমান ছিলেন একজন নিরহংকারী রাজনৈতিক নেত্রী।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার কাজের অগ্রগতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে আইভি রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতেই এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে স্বাধীনতার পরাজিত শত্রুরা।
২১ আগস্ট হত্যাকাণ্ডের বিচারের মধ্যে দিয়ে চিরতরে বন্ধ হবে হত্যা-সন্ত্রাসের পথ, এমন প্রত্যাশার কথাও জানান আওয়ামী লীগের এই নেতা।