২২ ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল-কলেজ, প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস শুরু দুই সপ্তাহ পর
- আপডেট সময় : ০২:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৭ বার পড়া হয়েছে
২২ ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল ও কলেজ। জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমণি। করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটির সঙ্গে বৈঠকে নেয়া সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের স্কুলে ফেরাতে আরো দুই সপ্তাহ সময় নিতে চান। টিকা দেয়ার সুযোগ না থাকায় এ বিষয়ে এই মত দেন তিনি। তবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে ২২ ফেব্রুয়ারী। যারা দুই ডোজ টিকা নিয়েছেন তারাই সশরীরে ক্লাসে যোগ দিতে পারবেন। তবে এ সময় কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানান ডা. দিপু মনি। করোনার সর্বশেষ ধরণ ওমিক্রমণের উর্ধ্বগতির কারণে ২১ ফেব্রুয়ারী পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে সরকার। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া বিশ্ববিদ্যালয়গুলো সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেবে। বুয়েটের ভর্তি পরীক্ষাও নেয়া হবে সংক্ষিপ্ত সিলেবাসে। বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।