২৩ ও ২৮ মে দেশের সব মহানগরীতে পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপির
- আপডেট সময় : ০১:৩০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ, খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবীতে ২৩ ও ২৮ মে ঢাকা ছাড়া দেশের সব মহানগরীতে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। নিবাচন যত ঘনিয়ে আসছে, ততই বেসামাল হচ্ছে সরকার। সুষ্ঠ ভোটের জন্য আন্তর্জাতিক সস্পদায়ের চাপে দিশেহারা সরকার নতুন করে ষড়যন্ত্র, মামলা আর গ্রেফতার বাড়িয়ে দিয়েছে। ক্ষমতা হারানোর ভয়ে সবকিছু ধ্বংস করে হলেও ক্ষমতায় টিকে থাকতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ। কিন্তু তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, আন্তর্জাতিক মহলও তা বুঝে গেছে। রিজভী বলেন, পশ্চিমা দেশে গিয়ে সরকারের লাভ হয়নি, কারণ বিদেশিরা তাদের অপকৌশল বুঝতে পেরেছে। সরকারের লুটপাটের কারণে ডলার সংকটে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। কিন্তু এসব নিয়ে সরকারের মাথাব্যথা নেই। তাদের কাছে দেশের স্বার্থ নিরাপদ নয়। তিনি আরও বলেন, সরকারের মন্ত্রীদের বক্তব্যেও দেশের দুর্দশার কথা বের হচ্ছে।