২৩ জুলাই ৩ দিনের সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:০৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- / ১৭২০ বার পড়া হয়েছে
বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দিতে আগামী ২৩ জুলাই ৩ দিনের সফরে ইতালির রাজধানী রোমে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দেশটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে বাংলাদেশের। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ইতালির সফর নিয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি জানান, কৃষি, খাদ্য, পরিবেশ ও স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে জাতিসংঘভুক্ত দেশের প্রধানদের সম্মেলনে আলোচনা হবে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ২৩ জুলাই রোববার ইতালির রোম সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ইতালী সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি জানান, জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে রোমে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।
পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, তিন দিনের সফরে সম্মেলন ছাড়াও আরো কয়েকটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগ দেয়ার কথা রয়েছে।
এছাড়া, নেপালের প্রধানমন্ত্রীসহ অফ্রিকার মহাদেশের কয়েকটি রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠকের কথা জানান পররাষ্ট্র সচিব।
আগামী ২৬ জুলাই প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছেও বলে জানান ড. এ কে আব্দুল মোমেন।