২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন জাতিসংঘে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়াত রাণী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগদান শেষে গতরাত ১টায় লন্ডন থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হন তিনি।
আজ জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া অভ্যর্থনায় যোগ নেবেন প্রধানমন্ত্রী। ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৭তম অধিবেশনে বাংলায় বক্তৃতা করবেন তিনি। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কের বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানেও যোগ দেয়ার কথা রয়েছে তার। আরও কিছু নির্ধারিত কর্মসূচি শেষে ওয়াশিংটন থেকে ২ অক্টোবর রওয়ানা হয়ে লন্ডনে যাত্রাবিরতি দিয়ে আগামী ৪ অক্টোবর রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।