২৪ ঘন্টায় সারাদেশে করোনা আক্রান্ত প্রায় সাড়ে ৮ হাজার
- আপডেট সময় : ০৭:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ না কমতেই, ওমিক্রনের থাবায় নাকাল মানুষ। প্রতিদিন গাণিতিক হারে বাড়ছে ওমিক্রণে শনাক্তের হার। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। চিকিৎসকরা বলছেন, দেশে করোনা আক্রান্তদের ২০ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্টের। তবে, গত ডিসেম্বরে আক্রান্তদের প্রায় শতভাগই ছিল ডেল্টা ভ্যারিয়েন্ট। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তারা। গবেষকরা বলছেন, ষাটোর্ধরা দ্বিতীয়বার সংক্রমিত হলে মৃত্যুঝুঁকি বেশি। এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেলো ২৪ ঘন্টায় সারাদেশে করোনা আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৮ হাজার।
গাণিতিক হারে বাড়তে শুরু করেছে করোনার নতুন ধরন ওমিক্রণ। উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্ট সবার মধ্যে। গেলো ২৪ ঘন্টায় ৬ হাজার ৬শ ৭৬ জনের আক্রান্তের ফলে হার বেড়ে এখন ২০ শতাংশের ঘরে। এমন পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে কতটা উদ্বেগজনকহারে বাড়ছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ।
উর্ধ্বগতির এই হারে ডেল্টার সঙ্গে দৌড়ের পাল্লায় যোগ দিয়েছে ওমিক্রণ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলছে, ৮ ডিসেম্বর ২০২১ থেকে ৮ জানুয়ারি ২০২২ পর্যন্ত সংগৃহীত নমুনায় ২০ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্ট। ৮০ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্ট।
গবেষণায় ৯ মাস থেকে শুরু করে ৯০ বছরের বয়স পর্যন্ত রোগীদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর মধ্যে ২১ থেকে ৫৮ বছর বয়সের রোগীর সংখ্যা বেশি। শিশুদের মধ্যেও কোভিড সংক্রমণ রয়েছে সতর্ক করছেন গবেষকরা।
দেশের সব জেলায় ও উপজেলায় বাড়ছে করোনার আক্রান্তের সংখ্যা। সরকার ঘোষিত ১১ বিধিনিষেধ মানতে প্রশাসনকে কঠোর হওয়ার পরামর্শ বিএসএমএমইউর গবেষকদের।