২৪ বরেণ্য ব্যক্তি পেলেন একুশে পদক
- আপডেট সময় : ০৭:৩৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
একুশের দেখানো পথেই একাত্তরে বাংলাদেশ অর্জন করেছে স্বাধীনতা। বায়ান্নের ভাষা শহীদের সেই আত্মত্যাগ বৃথা যায়নি। তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একুশে পদক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২৪ বিশিষ্ট ব্যক্তির হাতে পদক তুলে দেয়া হয়।
জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে একুশে পদক ২০২২ প্রদানের আনুষ্ঠানিকতা।
যাদের মেধা ও শ্রম দেশকে আলোকিত করেছে এমন ২৪ জন বিশিষ্ট নাগরিকক ও তাদের প্রতিনিধি হাতে তুলে দেয়া হয়েছে একুশে পদক ২০২২।
প্রধানমন্ত্রীর পক্ষে পদক হস্তান্তর করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এসময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগই প্রথম ভাষা শহীদদের সম্মানিত করা উদ্যোগ নেয় বলেও জানান তিনি।
দেশ গঠনে ভাষা শহীদের আত্মত্যাগ শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে ৭১ এর পরাজিত শক্তি প্রতিশোধ নেয় বলেও জানান শেখ হাসিনা।
করোনা থেকে সুরক্ষায় সবাইকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
এ বছর ভাষা আন্দোলনে দুজন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে চারজন, শিল্পকলায় সাতজন, ভাষা ও সাহিত্যে দুজন, সমাজসেবায় দুজন, গবেষণায় চারজন একুশে পদক পাচ্ছেন। এছাড়া সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষায় একজন করে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন