২৫ জেলায় একসঙ্গে ১শ’ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৫৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশের ২৫ জেলায় সাড়ে ৫ হাজার মিটার দৈর্ঘ্যের একশ’ সেতুর উদ্বোধন করেছেন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চার জেলায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এসব সেতু উদ্বোধন হওয়ায় নিজ নিজ এলাকার উপকারভোগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ সেতু উদ্বোধন করা হয়েছে। কুশিয়ারা নদীর ওপর নির্মিত এই সেতুর মাধ্যমে স্বপ্ন পূরণ হলো জেলার ২০ লাখ মানুষের। সিলেটবাসী পেল বিভাগের সবচেয়ে দীর্ঘতম সেতু। বেলা ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশাসন ও এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
খাগড়াছড়িতে উদ্বোধন করা হয়েছে ৪২টি সেতু। এ উপলক্ষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার আয়োজন করা হয়।
বরিশাল বিভাগে ১৪টি সেতু উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশাল প্রান্তের অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, সংসদ সদস্য পংকজ নাথসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও, ঢাকায় ২, ময়মনসিংহে ৬, চট্টগ্রামে ৪৫, কুমিল্লায় ১, রাজশাহীতে ৫, গোপালগঞ্জে ৫, রংপুরে ৫, ও চাঁপাইনবাবগঞ্জে একটি সেতু উদ্বোধন করা হয়েছে।