২৬ পুলিশ সদস্যকে চাকুরীচ্যুত করার প্রক্রিয়া শুরু
- আপডেট সময় : ০৭:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
মাদকের ডোপ টেস্টে পজিটিভ আসায় ২৬ পুলিশ সদস্যকে চাকুরীচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। সকালে ঢাকার মিরপুর-১০ নম্বরে মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনারের নতুন কার্যালয় উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
এসময় ডিএমপি কমিশনার জানান, মাদকের বিষয়ে সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করানো হচ্ছে। এরই মধ্যে ২৬ জন সদস্যের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের চাকুরীচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, পুলিশ সদস্য যারা মাদকের সাথে সম্পৃক্ত বা মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে সরাসরি মামলা নিয়ে গ্রেফতার করা হচ্ছে। এ বিষয়ে কোনরকম শৈথিল্য দেখাবে না সরকার। একজন সাধারণ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে, ঠিক তেমনি মাদকের সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।