২৬ মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
- আপডেট সময় : ০৭:২৫:২০ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইনকে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী বলে মন্তব্য করেছেন বাম দলসহ নাগরিক সমাজের নেতারা। কারাগারে আটক লেখক মুশতাক আহমেদের রহস্যজনক মৃত্যুর ঘটনার প্রতিবাদ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে একথা বলেন বক্তারা। পরে আইনটি বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করলে শাহবাগ মোড়ে পুলিশ তাদের আটকে দেয়। আগামী ২৬ মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে আটক থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও বন্দিদের মুক্তির দাবিতে এই নাগরিক সমাবেশ। এতে অংশ নেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।এসময় লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানান তারা।গণতান্ত্রিক দেশে মানুষের কন্ঠরোধ করতেই সরকার ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করছে। তাই এটিকে কালো আইন হিসেবে আখ্যা দিয়ে আইনটি বাতিলের দাবি করেন বক্তারা।
পরে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনার প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন তারা।মৎস্য ভবন, শাহবাগ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে নাগরিকদের পদযাত্রা। সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নাগরিকদের পক্ষ থেকে ২৬ মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আলটিমেটাম দেন জোনায়েদ সাকি।
এর মধ্যে আইনটি বাতিল করা না হলে যত বাধাই আসুক প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও করার কর্মসূচি পালন করা হবে হবে বলেও জানান, জোনায়েদ সাকি।