২৬ মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবেঃ ডা. জাফরুল্লাহ চৌধুরী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
২৬ মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি আয়োজিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও লেখক মুশতাক হত্যার প্রতিবাদে মানববন্ধনে তিনি এ আহবান জানান। শুধু সংস্কার নয়, পুরো আইনটি বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন কারাগারে হাজার হাজার নেতাকর্মী বন্দী রয়েছে। তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। হাসপাতালে গিয়ে করোনা টিকা না নিয়ে বাসায় টিকা নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাও করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।