২৭ বার এভারেস্ট জয়ের রেকর্ড গড়লেন রিতা
- আপডেট সময় : ০৫:১৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ১৬০৭ বার পড়া হয়েছে
পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে ২৭ বারের মতো চড়ে নিজেরই রেকর্ড ভেঙ্গেছেন নেপালি শেরপা কামি রিতা৷
গত রোববার বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে কামি রিতার রেকর্ড ছুঁতে পেরেছিলেন অপর পর্বতারোহী পাসাং দাওয়া শেরপা৷ বুধবার কামি রিতা তাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন।
স্থানীয় সময় সকালে কামি রিতা ৮ হাজার ৮৪৯ মিটার দীর্ঘ (২৯ হাজার ৩২ ফুট) পর্বতের চূড়ায় পৌঁছান। তার সঙ্গে ছিলেন একজন বিদেশি পর্বতারোহী।
কামি রিতা ১৯৯৪ সালে প্রথমবারের মতো এভারেস্টের চূড়ায় ওঠেন। এরপর প্রায় প্রতি বছরই তিনি এভারেস্ট অভিযানে গিয়েছেন। বিভিন্ন কারণে পর্বতারোহণ বন্ধ থাকায় ২০১৪, ২০১৫ ও ২০২০ সালে অভিযানে যেতে পারেননি তিনি।
এ বছরের মার্চ-মে মৌসুমে নেপাল সর্বোচ্চ ৪৭৮ জনকে পর্বতারোহণের অনুমতি দিয়েছে। এটি একটি নতুন রেকর্ড। ২০২১ সালে সংখ্যাটি ছিল ৪০৮।
সরকারের দেওয়া তথ্য অনুসারে, এ বছর পর্বতারোহণ বাবদ নেপালের পর্যটন খাতে ৫৮ লাখ ডলার উপার্জন করেছে। এর মধ্যে ৫০ লাখ ডলার এসেছে এভারেস্ট অভিযান থেকে।
এভারেস্টের কাছের একটি গ্রামে বেড়ে ওঠেন শেরপা রিতা৷ ১৯৯৪ সালে প্রথম এভারেস্ট চূড়ায় উঠেছিলেন তিনি৷ এরপর প্রতি বছরই অনেকটা নিয়ম করে সর্বোচ্চ পর্বতশৃঙ্গে চড়েন৷ এভারেস্টের পাশাপাশি কে-২, চো-ওইউ, মানাসলু ও লোতসে পর্বত জয় করেছেন রিতা৷
হিমালয়ের নেপালি এলাকায় বসবাস করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শেরপারা৷ অনবরত পাহাড়ে চড়ায় উপরে ওঠার ক্ষেত্রে এক ধরনের সক্ষমতা তৈরি হয় তাঁদের৷ অন্য এভারেস্ট আরোহীদের গাইড হিসাবে কাজ করে থাকেন তাঁরা৷
ডয়চে ভেলে