২৮ অক্টোবরের অরাজক পরিস্থিতির জন্য বিএনপির শীর্ষ নেতারা দায় এড়াতে পারেন না : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ১০:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- / ১৮৪৩ বার পড়া হয়েছে
২৮ অক্টোবরের অরাজক পরিস্থিতির জন্য বিএনপির শীর্ষ নেতারা দায় এড়াতে পারেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে জেলহত্যা দিবসে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের সমাবেশগুলোতে তারা যা ওয়াদা করেছিল, তাই রেখেছে। কিন্তু ২৮ অক্টোবর শুরু থেকেই তারা সহিংসতা করেছে। তদন্তে নেতারা নির্দোষ হলে খালাস পাবেন, নয়তো তাদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫-এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। এদিন মুক্তিযুদ্ধের চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন এম মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।
জেলহত্যা দিবসে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা। পরে তারা ফুলেল শ্রদ্ধা জানান জাতীয় চার নেতার প্রতিকৃতিতে। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবরের অরাজক পরিস্থিতির জন্য বিএনপির শীর্ষ নেতারা দায় এড়াতে পারেন না। কারাগার সবচেয়ে নিরাপদ জায়গা, দেশের অগ্রযাত্রা রোধ করার জন্য সেখানে জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়েছিল বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। ৩ নভেম্বর জেলহত্যা দিবসকে রাষ্ট্রীয় দিবস ঘোষণার দাবি জানান শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ।