২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি প্রেরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ১৭৯৪ বার পড়া হয়েছে
২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সমানে মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। এ তথ্য জানান, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
ডিএমপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানানো না হলেও আসন্ন মহাসমাবেশ ঘিরে পুলিশ ধর-পাকড়ে নেমেছে বলে অভিযোগ করেছেন রিজভী। এর আগে গত ১৮ অক্টোবর সরকার পতনের এক দফা দাবি আদায়ে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। এদিকে..মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে দলের যৌথ সভা চলছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সভাপতিত্ব করছেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।