২৯১টি থেকে কমিয়ে ৪২টিতে আনার কাজ চলছে ঢাকা মহানগরীর যাত্রী পরিবহন রুট
- আপডেট সময় : ০৮:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
২৯১টি থেকে কমিয়ে রাজধানী ঢাকা মহানগরীর যাত্রী পরিবহন রুট ৪২টিতে আনার কাজ চলছে। আর এসব রুটে আড়াই হাজার বাস মালিকের সমন্বয়ে ২২টি কোম্পানির অধীনে চলাচল করবে নির্ধারিত রুট-পরমিট পাওয়া বাস-মিনিবাস। পাশাপাশি রাজধানীর পার্শ্ববর্তী জেলা গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে আসা বাসগুলোর জন্য নগরের বাইরে করা টার্মিনালে অবস্থান করতে হবে। এতে যানজট কমার পাশাপাশি কমবে ঢাকার মহাসড়কে বাড়তি পরিবহন চাপ।
দুপুরে নগর ভবনে বাস-রুট রেশনালাইজেশন কমিটির বৈঠকে একথা জানান দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মেয়র বলেন, নগরবাসীর জন্য যানজটমুক্ত সুশৃংখল সড়ক উপহার দিতে বাসরুট রেশনালাইজেশন কমিটি কাজ করছে। কমিটির কাজের অগ্রগতি অনেক দূর এগিয়েছে জানিয়ে তিনি বলেন, মালিক, শ্রমিক, আইন-শৃংখলা বাহিনীর সমন্বয়ে ২৯১টি রুট থেকে কমিয়ে ৪২টি রুটে আনার প্রস্তাব করা হয়েছে। যেখানে ঢাকায় চলাচলরত সাড়ে ৪ হাজার গাড়ির ২৫শ’ মালিককে ২২টি কোম্পানির অধীনে আনা হবে। পাশাপাশি ঢাকার পার্শ্ববর্তী শহর- গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে আসা গাড়িগুলোর জন্য শহরের বাইরে করা হবে নির্ধারিত টার্মিনাল। যেখানে যাত্রী নামানোর পর আবার নিজ শহরে সেগুলো ফিরে যাবে। এতে যানজট কমবে আবার শহরের সড়কে বাড়তি চাপও কমবে।