৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ভারত

- আপডেট সময় : ০১:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
করোনাভাইরাস পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায়, আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ভারত। জাতির উদ্দেশে দেয়া ভাষণে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ লকডাউন ১২ দিন বাড়ানোর ঘোষণা দেন।
আগের ঘোষণা অনুযায়ী, আজই শেষ হওয়ার কথা ছিল ভারতে ২১ দিনের লকডাউনের মেয়াদ। করোনায় আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বাড়ায় শনিবার মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে দেশটির অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন বৃদ্ধির দাবি জানান। পশ্চিম বঙ্গসহ ৯টি রাজ্য ইতিমধ্যে লকডাউনের মেয়াদ ১৫ দিন বাড়িয়ে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে আজ ফের জাতির উদ্দেশে দেয়া ভাষণে আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান নরেন্দ্র মোদি। ভাষণে তিনি দেশের ছোট-বড় উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, কাউকে চাকরি থেকে বরখাস্ত করবেন না। দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের আহ্বান জানান তিনি।