৩শ’ দিন কারাবন্দী থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জামিন দিয়েছে হাইকোর্ট
- আপডেট সময় : ০৭:৫২:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইনে ৩শ’ দিন কারাবন্দী থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে অবশেষে জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ছয় মাসের জামিন মঞ্জুর করে বুধবার এই আদেশ দেন। এর আগে কিশোরের জামিন আবেদন ছয়বার খারিজ করে আদালত। আসামীপক্ষের আইনজীবী জানান, অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায়, উচ্চ আদালতের এই সিদ্ধান্তের পর কিশোরের মুক্তিতে, আর কোনো আইনি বাধা নেই।
৫ মে ২০২০। কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে রাজধানীর কাকরাইল ও লালমাটিয়া থেকে আটক করে রেব। পরদিন গুজব ছড়ানো ও সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে কিশোর ও মুশতাকসহ ১১ জনকে আসামি করে রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করা হয়।বিচারিক আদালতে কয়েক দফা খারিজের পর গেল ১ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে কিশোরের জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে ৩ মার্চ আদেশের দিন ঠিক করে আদালত।
বুধবার আদেশের পূর্ব নির্ধারিত দিনে রাষ্ট্রপক্ষ জানায়, অপর আসামীদের জামিন এবং দীর্ঘ কারবাসের বিবেচনায় কিশোরকে জামিন দিয়েছে উচ্চ আদালত।তবে আসামীপক্ষ দাবী করে কিশোরের শারীরিক অসুস্থ্যতা বিবেচনায় নিয়েই জামিন দেয়া হয়েছে।আসামীপক্ষ আরো জানায়, মৃত ব্যক্তির বিচার হয় না বলে এই মামলার আসামীর তালিকা থেকে লেখক মুশতাক আহমেদকে বাদ দেয়া হবে।