৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বেশ কয়েকটি উপজেলার পৌর নির্বাচন
- আপডেট সময় : ০১:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বেশ কয়েকটি উপজেলার পৌর নির্বাচন। এর মধ্যে রয়েছে ময়মনসিংহের ভালুকা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নীলফামারীর জলঢাকা ও যশোরের মনিরামপুর পৌরসভা নির্বাচন। শেষ মুহূর্তে জমজমাট প্রচার-প্রচারণা। তবে রয়েছে নানা অভিযোগও। এদিকে, জলঢাকা পৌর নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
৩০ জানুয়ারির নির্বাচনকে ঘিরে ময়মনসিংহের ভালুকা, গৌরীপুর এবং ঈশ্বরগঞ্জ পৌরসভায় এখন উৎসবের আমেজ বইছে। প্রতিটি পৌরসভায় নৌকা এবং ধানের শীষের প্রার্থী থাকায় নির্বাচন জমে উঠেছে। রয়েছে পাল্টাপাল্টি অভিযোগও।
সটঃ- হাতেম খান, বিএনপি’র মেয়র প্রার্থী, ভালুকা পৌরসভা, ময়মনসিংহ।
সটঃ- শফিকুল ইসলাম হবি, আওয়ামী লীগের মেয়র প্রার্থী, গৌরীপুর পৌরসভা, ময়মনসিংহ।
সৎ, যোগ্য ও পরীক্ষিত প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা।
এদিকে, জলঢাকা পৌরসভায় আবারো জয় পেতে মরিয়া বিএনপি’র প্রার্থী বর্তমান মেয়র। আওয়ামী লীগ প্রার্থী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকাকেই বেছে নেবে জনগন। এছাড়াও ভোটের মাঠে সরব আরেক সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে বলে জানায় ইসি। যশোরের মনিরামপুর পৌরসভা নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশবাদী আওয়ামী লীগ। তবে, প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করে বিএনপি’র মেয়র প্রার্থী। সব প্রার্থী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণা চালাচ্ছেন বলে দাকি করে ইসি। মনিরামপুর পৌরসভায় মোট ভোটারের মধ্যে পুরুষ ১০ হাজার ৮৩৬ ও নারী ১১ হাজার ১২৯জন।