৩২ ঘন্টা ধরে জ্বলছে বঙ্গবাজারের এনেক্সকো টাওয়ার
- আপডেট সময় : ০৭:৫৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্তদের আর্তনাদে ভারি হয়ে উঠেছে আকাশ বাতাস। ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে বেঁচে থাকার আকুতি জানান তারা।
এদিকে অগ্নিকাণ্ডের ৩২ ঘণ্টা পেরিয়ে গেলেও, এনেক্সকো টাওয়ারের আগুন এখনো পুরোপুরি নেভানো যায়নি। কাপড়ের বিপুল মজুদ থাকায় আগুণ নেভাতে দেরি হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
বঙ্গবাজারে মেয়েদের থ্রিপিস, শাড়িসহ বিভিন্ন ধরনের জামা বিক্রি করতেন ব্যবসায়ী নূর আলম। মঙ্গলবারের আগুনে তার দুটি দোকানের ৮০ লাখ টাকার সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সব হারিয়ে পুড়ে যাওয়া দোকানে দাঁড়িয়ে অঝোরে কাঁদছেন নূর আলম শাহীন।
এমন হাজারো দোকানীর আর্তনাদে ভারি হয়ে উঠেছে বঙ্গবাজার এলাকা। ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের সহায়তা চান তারা।
ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম থাকা বঙ্গবাজার এখন ধ্বংসস্তুপ। চারদিকে দোকানিদের হাহাকার আর কাপড়ের পোড়া গন্ধ।
বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে পাশের সাততলা এনেক্সকো টাওয়ারে। অগ্নিকাণ্ডের পর ৩২ ঘণ্টা পেরিয়ে গেলেও সেখানে জ্বলছে আগুণ, বেরুচ্ছে ধোয়া। ৫ম ও ওপরের তলায় পানি আগুন নেভাবে তৎপর ফায়ার সার্ভিস; ছেটানো হচ্ছে পানি।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন, অতিরিক্ত কাপড় মজুদ করার কারণে, আগুন পুরোপুরি নেভাতে বেগ পেতে হচ্ছে।