৩২তম দল হিসেবে কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো কোস্টারিকা
- আপডেট সময় : ০২:২৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৭১৫ বার পড়া হয়েছে
৩২তম দল হিসেবে কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো কোস্টারিকা। প্লে অফ ম্যাচে নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয় তারা।
দলের জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড জোয়েল ক্যাম্পবেল। স্বপ্ন পূরণের ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক কোস্টারিকা। ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড জোয়েল ক্যাম্পবেল। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে নিউজিল্যান্ড। ৩৭ মিনিটে কোস্টারিকার জালে বল জড়ালেও, ফাউলের অপরাধে ভিএআরে বাতিল হয় সেই গোল। ৩৯ মিনিটে আবারো গোল করেছিল নিউজিল্যান্ড। এবারও ভিএআরের সাহায্যে গোল বাতিল করেন রেফারি মোহাম্মদ আব্দুল্লা হাসান। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে বিশ্বকাপে পৌঁছায় কোস্টারিকা। ‘ই’ গ্রুপে যাদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, জার্মানি ও জাপান।