৩৪টি স্যাটেলাইট চ্যানেল সম্প্রচারে, অপেক্ষায় আরো ১১টি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ১৯৯৬ সালে প্রথম দায়িত্ব গ্রহণের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে বেসরকারি টেলিভিশনের যাত্রা শুরু হয়েছে। সেই থেকে আজ পর্যন্ত ৩৪টি স্যাটেলাইট চ্যানেল সম্প্রচারে রয়েছে এবং অপেক্ষায় আছে আরো ১১টি।
দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মোবাইল অ্যাপ্লিকেশনে বাংলাদেশ টেলিভিশন দেখার সুবিধা সম্বলিত বিটিভি অ্যাপ উদ্বোধনকালে একথা বলেন। এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, টেলিভিশনগুলোর সম্প্রচারের ফলে গণমাধ্যম জগতে বিরাট পরিবর্তন ঘটেছে। দেশের অর্থনীতিতেও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মোবাইল ফোনে বাংলাদেশ টেলিভিশন দেখার এই সুবিধা দেশের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের জন্য নতুন যুগের সূচনা উল্লেখ করে মন্ত্রী বলেন, বেসরকারি টেলিভিশনগুলোর সম্প্রচারের ফলে জনগণের তথ্যপ্রাপ্তি অনেক সহজ হয়েছে।