৩৮টি জেলার ৫৮টি ইউনিয়ন পরিষদে সাধারণ ও উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- আপডেট সময় : ০১:৩৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
৩৮টি জেলার ৫৮টি ইউনিয়ন পরিষদে সাধারণ ও উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা থেকে এই ভোট গ্রহণ চলছে। শেষ হবে বিকেল ৫টায়।
ইসি কর্মকর্তারা জানান, ৮০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের কথা থাকলেও ২২টিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় সেখানে ভোট হচ্ছে না। বাকি ৫৮টি ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। যেসব ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং যেসব ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হচ্ছে সেখানে পুলিশ, এপিবিএন এবং আনসার সমন্বয়ে তিনটি করে মোবাইল টিম, এক প্লাটুন করে বিজিবি এবং রেবের ২টি টিম মাঠে রয়েছে। মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের আগে সহিংসতা কারণে আতঙ্ক বিরাজ করলেও সকাল থেকে কোনো বিশৃঙ্খলা হয়নি। প্রতিটি কেন্দ্রেই পুরুষের চাইতে মহিলা ভোটারদের উপস্থিতি বেশি দেখা যায়।