৩৯ কারাবন্দি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল
- আপডেট সময় : ১২:২৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
যুদ্ধবিরতির তৃতীয় দিনে ৩৯ কারাবন্দি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এ নিয়ে যুদ্ধবিরতির প্রথম দিন থেকে মোট মুক্তিপ্রাপ্তদের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ জনে। এর আগে তৃতীয় ধাপে ১৩ ইসরায়েলিসহ ১৭ জিম্মিকে মুক্তি দেয় হামাস।
চার দিনের যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময়ের তৃতীয় দিনে সবমিলিয়ে ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। রাতে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় বিশাল সংখ্যক ফিলিস্তিনি জনতা রাস্তায় নেমে আসেন। এ সময় কেউ কেউ ফিলিস্তিনের প্রধান দুটি রাজনৈতিক দল হামাস ও ফাতাহ-এর পতাকার পাশাপাশি ফিলিস্তিনি পতাকাও ওড়ান। রোববার হামাস যে ১৭ জনকে মুক্তি দিয়েছে তাদের মধ্যে ৪ বছরের একটি শিশু রয়েছে।তার নাম আবিগালি ইদান।শিশুটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দ্বৈত নাগরিক।
এই শিশুর মুক্তির মাধ্যমে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর প্রথমবার কোনো মার্কিন নাগরিক হামাসের কাছ থেকে মুক্তি পেল। কাতারের মধ্যস্থতায় ইসরাইল-হামাস চার দিনের যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, হামাস ৫০ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে। অপরদিকে ইসরাইল তাদের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে ছেড়ে দেবে।