৪ কোটি ভ্যাকসিন প্রদানের পরিকল্পনা নেয়া হয়েছেঃ স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
আগামী জুলাই পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কোভ্যাক্সের ১ কোটি ৯ লাখ ভ্যাকসিনসহ মোট ৪ কোটি ভ্যাকসিন বাংলাদেশের নাগরিকদের প্রদানের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ভ্যাকসিন প্রদানে বিশ্বের বহু দেশ এখনও হিমশিম খাচ্ছে। কিন্তু বাংলাদেশের স্বাস্থ্যখাত এই ভ্যাকসিন প্রদানে এখন পর্যন্ত যথেষ্ট সাফল্য দেখিয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে আগামীতেও ভ্যাকসিন প্রদানে দেশের সুনাম বিশ্বব্যাপী অক্ষুণ্ণ থাকবে বলে মনে করেন তিনি। দুপুরে সচিবালয়ে করোনা ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট ও ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ সভাশেষে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এখন পর্যন্ত দেশের ৪৫ লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষ ভ্যাকসিন নিতে রেজিস্ট্রেশন করেছে এবং ইতোমধ্যেই ৩৩ লাখ ৪১ হাজারেরও বেশি মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছে।