৪৩ হাজার এলইডি লাইট দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা আলোকিত করা হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
- / ১৫৫১ বার পড়া হয়েছে
নগরবাসীর ভোগান্তি কমাতে ৪৩ হাজার এলইডি লাইট দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা আলোকিত করা হবে বলে জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় একথা জানান তিনি। মেয়র বলেন, ঢাকা শহরকে আলোকিত করতে এরই মধ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। এর মধ্যে এলইডি লাইট অন্যতম। নগরবাসীর ভোগান্তি দূর করতে শিগগিরই এলইডি লাইট লাগানো হবে। সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি, ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম রতনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, চাদেঁর হাট খেলার মাঠ ও ঈদগাহ, শেখ রাসেল শিশু পার্ক, বঙ্গবন্ধু স্কুল খেলার মাঠ ও ঈদগাহ, তাজমহল পার্ক খেলার মাঠসহ বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন।