৪৮ ঘন্টা হরতালের প্রথম দিনে সড়কে যানবাহন চলাচল কম
- আপডেট সময় : ০৭:০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
- / ১৮০৮ বার পড়া হয়েছে
বিএনপি-জামাতের দ্বিতীয় দফায় টানা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিনে সড়কে যানবাহন চলাচল কিছুটা কম। এবারও ঢাকা ছাড়েনি দূরপাল্লার বাস। হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপি ও সমমনা দল, জোট এবং জামায়াতে ইসলামী। তবে অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনী।
বিএনপি জামায়াতের দ্বিতীয় দফায় টানা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিনে রাজধানীর চিত্র এটি। সড়কে যানবাহন চলাচল কম।ঢাকা থেকে ছাড়েনি দূরপাল্লার বাস। নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখনও অবরুদ্ধ রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
হরতালে প্রথম দিনে নগরীর বিভিন্ন এলাকায় মিছিল করে বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিল করেছে যুগপৎ আন্দোলনে থাকা এলডিপি, গণঅধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চসহ সমমনা দল ও জোট। জামায়াতে ইসলামীও নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে। হরতালে নাশকতা এড়াতে নগরীতে শতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী।