৪৮ ঘন্টার মধ্যে ঢাকার শাহজাহানপুরে জোড়া খুনের মূল কিলার গ্রেফতার
- আপডেট সময় : ১০:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে ঢাকার শাহজানপুরে আওয়ামী লীগ নেতা টিপু ও শিক্ষার্থী প্রীতি হত্যা মামলার মূল কিলার মাসুমকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ভারতে পালাবার সময় বগুড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে। তবে প্রীতিকে হত্যার কোন উদ্দেশ্য ছিল না বলেও জানায় আরো ৪ মামলার এই আসামী।
২৪ মার্চ বৃহস্পতিবার। রাত ১০টা ২০ মিনিট। লোকেশন রাজধানীর শাহজানপুর আমতলী রেল ক্রসিং।
উপর্যুপুরি গুলিতে হত্যা করা হয় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে। এসময় সন্ত্রাসীদের গুলিতে মারা যায় কলেজ শিক্ষার্থী প্রীতি।
ওই নির্মম হত্যাকান্ডের পর দেশজুড়ে উঠে সমালোচনার ঝড়। মাত্র দু’দিনের ব্যবধানে গোয়েন্দা জালে আটকা পড়ে হত্যার মূল কিলার মাসুম। এই আসামী ভাড়াটে খুন ছাড়াও গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করতো।
আলোচিত এই হত্যা মামলার সবশেষ অগ্রগতি তুলে ধরতেই ব্রিফিং করে ডিবি। সীমান্তের চোরা পথে পালাবার চেষ্টা করছিল মাসুম ওরফে আকাশ।
প্রাথমিক তদন্তে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে বলে জানানো হয়।
তিনি আরো জানান, প্রীতি নয় টিপুই ছিল কিলিং মিশনের মূল টার্গেট।
হত্যার নেপথ্যের কারিগরদের খুঁজে পেতে তদন্ত চলবে। সোমবার আসামীকে আদালতে তোলা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।