৫ জানুয়ারি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এক কালিমালিপ্ত দিন : রিজভী
- আপডেট সময় : ০৭:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
৫ জানুয়ারিকে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এক কালিমালিপ্ত দিন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ২০১৪ সালের এই দিনে ভোটার ও বিরোধী দলের প্রার্থীবিহীন একতরফা, বিতর্কিত ও শতাব্দীর সেরা প্রহসনের একদলীয় পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয় বলে দাবি করেন তিনি।
দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন রিজভী। দেশে-বিদেশে প্রত্যাখ্যাত একদলীয় নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগ সারা দুনিয়ায় আবারো নিজেদের হেয় প্রতিপন্ন করেছে বলে জানান তিনি। এসময় রিজভী বলেন, আজ্ঞাবহ নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে গণহত্যা, খুন, গুম, নির্যাতন চালিয়েও জনগণের ন্যূনতম ভোট আদায় করতে পারেনি আওয়ামী লীগ। ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ১৯৭৩ সালের ৭ মার্চের জাতীয় নির্বাচনে নিজেদের কলংকিত রেকর্ডকে ভেঙে ফেলেছে বলে দাবি করেন তিনি। বলেন, জনগণের আস্থা না থাকায় প্রশাসন ও দলীয় সন্ত্রাসীদের মাধ্যমে ভোট ডাকাতি ও কারচুপির আশ্রয় নিয়েছে আওয়ামী লীগ। মানুষের ভোটাধিকার হরণ করতে পরিকল্পিতভাবে ২০১১ সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতা দখল করেছে বলে অভিযোগ করেন তিনি।