৫ দফা দাবিতে প্রতীকী অনশন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৭ বার পড়া হয়েছে
মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১২ ডিসেম্বরে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে শহীদ আখ্যা দিয়ে দৈনিক সংগ্রাম পত্রিকায় সংবাদ পরিবেশনের প্রতিবাদে ৫ দফা দাবিতে প্রতীকী অনশন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, আজকের মধ্যে দৈনিক সংগ্রামের ডিক্লিয়ারেশন বাতিল করতে হবে। না হলে আগামীতে আরো কঠোর কর্মসুচি দেয়ার ঘোষনাও দেন আল মামুন। এসময় সংগ্রাম পত্রিকায় সংবাদ পরিবেশনের সাথে জড়িত গ্রেফতার হওয়া সম্পাদক আবুল আসাদকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও সাংবাদিক রুহুল আমিনসহ অন্যদের গ্রেফতার ও শাস্তির দাবিও জানানো হয়।