৫ দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধন
- আপডেট সময় : ০৮:৩০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বিএনপি’র আগুন সংহিসতার সময় জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ বাহিনী পরিস্থিতি মোকাবেলা করেছে। করোনাকালে স্বজনদের ফেলে যাওয়া মরদেহও তারা সমাহিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকাশ পথে এই বাহিনীর সক্ষমতা অর্জনে দুটি বিশেষ হেলিকপ্টার কেনার প্রক্রিয়া চলছে বলেও জানান প্রধানমন্ত্রী।
দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ….. এই প্রতিপাদ্যে এ বছর পালিত হচ্ছে পাঁচদিনব্যাপী পুলিশ সপ্তাহ। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সাহসিকতার সঙ্গে ৭৫’র ১৫ আগস্টে আহতদের রক্ষায় কাজ করেছেন পুলিশ বাহিনী। করোনাকালেও ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে তারা।
বিএনপির তৈরি অস্থিতিশীল পরিস্থিতি দক্ষতা ও সাহসিকতার সাথে মোকাবেলা করেছে পুলিশ। জানান সরকার প্রধান।
এছাড়া, পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে আওয়ামী লীগ সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানান শেখ হাসিনা।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ২০২০ ও ২০২১ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২৩০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম তুলে দেন।