নির্বাচনের আগে ৫২ হাজার কোটি টাকার ৩৭ প্রকল্প অনুমোদন
- আপডেট সময় : ০৫:১৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ১৭২২ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনের আগে ৫২ হাজার কোটি টাকার ৩৭ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, সড়ক রক্ষণাবেক্ষণের জন্য আলাদা তহবিল গঠনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার আবারও ক্ষমতায় আসবে এবং অর্থনৈতিক সব উন্নয়ন অব্যাহত থাকবে।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভা।
নির্বাচনের আগে শেষ একনেক বৈঠকে ৫২ হাজার ৬৬৩ কোটি টাকার ৩৭ প্রকল্প অনুমোদন দেয়া হয়। এরমধ্যে সরকারি তহবিল ২১ হাজার ৫৯৭ কোটি ৯৭ লাখ টাকা, বৈদেশিক ঋণ সহায়তা ২৯ হাজার ৫৬৮ কোটি টাকা ব্যয় হবে।
পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বৈঠকে দেয়া প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরেন।
তিনি বলেন, দেশের ইতিবাচক পরিস্থিতিতে রাজনৈতিক সহিংসতা গ্রহনযোগ্য নয়।তফসিলের আগে এত প্রকল্প অনুমোদন কেন জানতে চাইলে মন্ত্রী বলেন, জনগণের ওপর ভরসা করে আবারও বর্তমান সরকার ক্ষমতায় আসবে। এ সরকারই কাজ চালিয়ে যাবে।
সামনে রাজনৈতিক পরিস্থিতির কারণে অর্থনীতিতে কোনো চাপ পড়বে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবশ্যই চাপ পড়বে। যারা এই সহিংসতা করছে, তাদেরকেই এর জবাব দিতে হবে।