৫৩ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন অভিনেত্রী পরীমণি
- আপডেট সময় : ০৭:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
তিন দফা রিমান্ড ও ২৬ দিন কারাবাসের পর ৫৩ হাজার টাকা মুচলেকায় নায়িকা পরীমণিকে জামিনের আদেশ দেয়া হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন আবেদন মঞ্জুর করেছেন। অন্য মামলা না থাকায় কারাগার থেকে মুক্তি পেতে পরীমণিরএখন আর কোন আইনি বাধা থাকলো না।
চিত্রনায়িকা পরীমণির গ্রেফতার, রিমান্ড এবং জামিন না দেয়া নিয়ে দেশজুড়ে নানা আলোচনা-সমালোচনা হয়। শেষ পর্যন্ত তার জামিনের বিষয়টি গড়ায় উচ্চ আদালত পর্যন্ত।
উচ্চ আদালতের নির্দেশেই তার জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করে বিচারিক আদালত। পরীমণির অনুপস্থিতিতেই দুপুরে শুরু হয় জামিন শুনানি। উভয়পক্ষের দীর্ঘ শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমণির জামিন মঞ্জুর করেন।
মামলার তদন্ত প্রতিবেদন দেয়ার আগ পর্যন্ত পরীমণি জামিনে থাকতে পারবেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
চলতি বছেরর জুন মাসে ঢাকা বোটক্লাবে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করে আলোচনায় আসেন চিত্রনায়িকা পরীমণি। তার একমাস পর চার আগস্ট পরীমণির বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবা ও আইস উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে রেব।
২০১৪ সালে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করা পরীমণি এ পর্যন্ত ৩০টি সিনেমা ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেন।