৫৭ জন বিডিআর হত্যার তদন্ত ও বিচার শুরু করার দাবি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
- / ১৮৪৬ বার পড়া হয়েছে
নতুন করে ৫৭ জন বিডিআর হত্যার তদন্ত ও বিচার শুরু করার দাবি জানিয়েছেন সরকারি চাকুরিজীবী পরিবার সমবায় সমিতি। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিডিআর হত্যাকান্ডে চাকরিহারা ও ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে মানববন্ধনে সংগঠনটি এ দাবি করেন অন্তবর্তীকালীন সরকারের কাছে। তারা বলেন, দেশ শাসনে শেখ হাসিনা ভারতের আস্থা ও বিশ্বাস অর্জন এবং সহযোগিতার জন্য পরিকল্পিতভাবেই দরবার অনুষ্ঠানে সকল দেশপ্রেমিক সেনা অফিসারকে একত্রিত করে হত্যার মহোৎসব চালিয়েছিলো। তারা বলেন, সরকার এই হত্যাকান্ডকে বিডিআর বিদ্রোহ হিসেবে বললেও মূলতা তা ছিল সেনা অফিসারদের হত্যার ছক। যা শেখ হাসিনার দীর্ঘ দেশ শাসনে ক্ষমতা আকড়ে থাকতে ভারতের সরাসরি সয়াহতাই প্রমান করে। তারা বর্তমান নিরপেক্ষ অন্তবর্তিকালীন সরকারের নিটক বিডিআর হত্যাকান্ডের নতুন করে তদন্ত শুরুর দাবি জানান।