৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত ও আগুন লাগার ঘটনার ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হলেও এখনো এক নম্বর লেনে চলছে সংস্কার কাজ।
আংশিক ক্ষতিগ্রস্ত হওয়া ৩ ও ৪ নম্বর লেন মেরামতের পর বৃহস্পতিবার রাত ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে, ট্রেন দুর্ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে রেললাইন মেরামত কাজে কর্মরত শ্রমিক আরিফ ও রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জিআরপি পুলিশ। গেলরাত ১১টার দিকে তাদের আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগিতে আগুন লেগে যায়। এ ঘটনায় ট্রেনের চালকসহ অন্তত ৫ জন আহত হয়। এঘটনায় এখনও এক নম্বর লেনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।