৬ দিন ধরে বন্ধ রয়েছে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে যান্ত্রিক ক্রুটির কারণে ৬ দিন ধরে বন্ধ রয়েছে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাব। ফলে করোনা ভাইরাস পরীক্ষা করতে নমুনা জেলার বাইরে পরীক্ষা করতে পাঠানো হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানাগেছে, গত ১১ জুলাই হঠাৎ করে যান্ত্রিক ক্রুটির কারণে বন্ধ হয়ে পড়ে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাব। ফলে করোনা পরীক্ষার নমুনা দিতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগী ও সাধারণ মানুষ। এখন পর্যন্ত ৯৩৬টি নমুনা, পরীক্ষা করতে ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জে ৩৫১ টি নমূনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যূ হয়েছে ২ জনের। গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন রোগী ।