৬ বছর পর গ্রীসে তীব্র তুষারপাত শুরু হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
গ্রীসে প্রায় ৬ বছর পর তীব্র তুষারপাত শুরু হয়েছে।
সোমবার মধ্য থেকে মঙ্গলবার রাত পর্যন্ত এথেন্সে ব্যাপক তুষারপাত হয় বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। গতরাতে গ্রীসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কোজানিতে মাইনাস ২০ ডিগ্রী সেলসিয়াস। গতরাতে এথেন্সে তুষারপাতের সময় বিভিন্ন এলাকায় উৎসুক জনতা ঘর থেকে বের হয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠে। এদিকে গ্রীক সরকার ৮ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। গ্রীস প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী ও চাকরিজীবীরা কর্মহীন দিনযাপন করছেন। কেউ কেউ মনে করেন যদি দ্রুত এই লকডাউন শেষ না হয় তাহলে তাদের পরিস্থিতি আরো অবনতির দিকে যাবে।