৬ মে থেকে গণপরিবহন চলবে শুধু জেলার ভেতরে
- আপডেট সময় : ০৭:৪০:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
চলমান লকডাউন আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তবে বিধি মেনে শর্তসাপেক্ষে আগামী ৬ মে থেকে শুধু জেলার ভেতরে গণপরিবহন চলবে। মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী ১০ মে’র মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনার টিকা আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করোনা প্রতিরোধে কয়েক দফা সুপারিশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
সোমবার সকালে সচিবালয়ে সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদের সদস্যরা এবং গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী যোগ দেন মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকে সরকারের চলমান নানা প্রকল্প নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্প ও পদ্মাসেতু, মেট্ররেলসহ কয়েকটি মেগা প্রকল্পের কাজের অগ্রগতী ও ব্যয়ের বিষয়ে তদারকি করেন। একই সাথে আলোচনা হয় করোনার টিকা বিষয়ে সরকারের পরিকল্পনা নিয়ে।
বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা প্রতিরোধে কয়েকটি সুপারিশ দিয়েছে তাঁর মন্ত্রণালয়। আন্তঃজেলা নয়, শুধুমাত্র সিটির মধ্যে বাস চালুর পরামর্শ দেয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দোকানপাটসহ সব ক্ষেত্রে সুরক্ষাবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।
পরে বৈঠকের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো সংবাদ সম্মেলনে তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, লকডাউনের মেয়াদ বাড়লেও ৬ মে থেকে গণপরিবহন জেলার ভিতরে চলাচল করবে। তবে বন্ধ থাকবে লঞ্চ ও ট্রেন চলাচল।
মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, সোমবার থেকেই সরকারী বিধিনিষেধ মানা হচ্ছে কি না সে বিষয়ে তদারকি করতে বাজার ও শপিংমলে পুলিশের অভিযান চলবে।
তবে শিল্পকারখানা চালু থাকবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ নিয়ে ৪ দফা বাড়লো লকডাউনের মেয়াদ।