৬ষ্ঠ দিনের বিধিনিষেধে রাজধানীতে কয়েকদিনের তুলনায় যানবাহন চলাচল বেড়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
৬ষ্ঠ দিনের বিধিনিষেধে রাজধানীতে কয়েকদিনের তুলনায় যানবাহন চলাচল বেড়েছে। ব্যক্তিগত গাড়ি, রিকশা, সিএনজি অটোরিক্সা আর মোটরসাইকেল দখল করে রেখেছে ঢাকার প্রধান প্রধান সড়ক ও অলিগলি।
সরকার নির্দেশিত বিধি মানছেন না অনেকেই। ২৩ জুলাই থেকে সারাদেশ কঠোর বিধিনিষেধ মানতে প্রজ্ঞাপন জারি করে সরকার। ঈদের ছুটির কারণে শনিবার পর্যন্ত ঢাকার রাস্তায় জনসাধারণের যাতাযাত কম থাকলেও গত চারদিনে তা বেড়েছে। তবে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন। এদিকে, কঠোর বিধিনিষেধে সবচেয়ে বেশি বিপাকে নিম্নআয়ের মানুষ। কাজ খুঁজতে বাধ্য হয়েই রাস্তায় বেরিয়ে আসছেন অনেকেই। বলছেন, হয় বিধিনিষেধ শিথিল করতে হবে, না হয় কর্ম পরিবেশ ফিরিয়ে দিতে হবে।