৭ ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৬০৭ বার পড়া হয়েছে
ঘন কুয়াশার কারণে ৭ ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল।
ভোর সাড়ে ৫টার দিকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে, কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, নদীতে প্রচণ্ড কুয়াশা থাকায় দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। দুপুর ২টা পর্যন্ত ২ শতাধিক যাত্রীবাহি বাস, ৩ শতাধিক ট্রাক, শতাধিক ব্যক্তিগত যানবাহনসহ প্রায় ৬ শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। এই নৌরুটে ছোট-বড় মিলে ১৫টি ফেরি থাকলেও ঘন কুয়াশার কারণে মাত্র ৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।