৭ দফা দাবি নিয়ে সাড়ে আট বছর পর রাজধানীতে হেফাজতে ইসলাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
নতুন করে ৭ দফা দাবি নিয়ে প্রায় সাড়ে আট বছর পর রাজধানীতে ওলামা মাশায়েখ সম্মেলনের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে শুরু হয় সম্মেলন। দেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য শীর্ষ আলেম-ওলামা ও নেতাকর্মী সম্মেলনে অংশ নেন। নতুন ৭ দফা দাবি এবং তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয় সম্মেলনে। হেফাজত নেতা মাওলানা মামুনুল হকসহ অন্যান্যদের দ্রুত মুক্তি দাবি করা হয়। বক্তারা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ঘোষিত ১৩ দফা দাবি আদায়, কারাবন্দী হেফাজত নেতা-কর্মীদের মুক্তি ও হেফাজতের সব মামলা প্রত্যাহার, জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা সঙ্কোচনের প্রতিবাদ,পাবলিক পরীক্ষায় ধর্ম বিষয়ে ১০০ নম্বরের ব্যবস্থা এবং জাতীয় শিক্ষা কমিশনে আলেম প্রতিনিধি রাখার দাবি জানায় সংগঠনটির নেতারা।