৭ দফা দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন
- আপডেট সময় : ০৫:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
সেমিস্টার, হল ও পরিবহন ফি কমানো এবং বিভাগ উন্নয়ন ফি বাতিলসহ ৭ দফা দাবিতে ২য় দিনের মত আন্দোলন চালিয়ে যাচ্ছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সকাল থেকে প্রশাসনিক ও একাডেমিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের শ্লোগানে কম্পিত হয় পুরো ক্যাম্পাস। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা দাবি করে বলেন, যতদিন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরি না হবে, ততদিন আন্দোলন চলবে। এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিটি বুধবার বিকালে স্থগিত করা হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ মুরাদ হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি বলা হয়, পরীক্ষার কোর্স রেজিষ্ট্রেশন ফরম পূরণ সংক্রান্ত এবং ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিদ্বয়ের কাযর্ক্রম অনিবার্য কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পযর্ন্ত স্থাগিত করা হলো।