৭ নভেম্বর বিপ্লব ও সংহতির মোড়কে ষড়যন্ত্র করে সরাসরি লাভবান হয়েছিলেন জিয়াউর রহমান
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতির মোড়কে ষড়যন্ত্র করে সরাসরি লাভবান হয়েছিলেন জিয়াউর রহমান।
সকালে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যুক্ত হয়ে ভার্চুয়াল বক্তব্যে এ কথা বলেন তিনি।মুক্তিযুদ্ধের মহান অর্জন ও চেতনাকে ভূলন্ঠিত করতে এবং দেশকে পেছনের দিকে নিয়ে যেতে ৭৫-এর ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বরের মধ্যে অনেক ঘটনাই ঘটেছিলো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ইতিহাসের অনেক অজানা তথ্য তদন্তের মাধ্যমে বের করে আনা এখন সময়ের দাবী। এ সময় তিনি আরো অভিযোগ করে বলেন, সেসময় অসংখ্য মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যা করেছিলেন জেনারেল জিয়া।