৭০ লাখ কুরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষমাত্রা থাকলেও,১০ শতাংশ কম হয়েছে
- আপডেট সময় : ০২:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
সারাদেশ থেকে এবার ৭০ লাখ কুরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষমাত্রা থাকলেও,১০ শতাংশ কম হয়েছে বলে জানিয়েছে, বাংলাদেশ হাইড এন্ড স্কিন মার্চেন্টস এসোসিয়েশন। তবে রাজধানীতে নির্ধারিত লক্ষমাত্রা অর্জিত হয়েছে বলে মনে করে সংগঠনটি। আর ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেছেন, অন্যবারের তুলনায় এবার চামড়া কম নষ্ট হয়েছে।
রাজধানীর লালবাগের পোস্তার আড়তের সামনে পরে আছে অসংখ্য নষ্ট হওয়া চামড়া। রাজধানীতে কোরবানির অন্তত ১০ শতাংশ চামড়া নষ্ট হয়েছে। সবচেয়ে বেশী চামড়া নষ্ট হয়েছে সিলেট ও চট্টগ্রামে।
পোস্তায় এবার চামড়া সংগ্রহের লক্ষমাত্রা ছিলো দেড় লাখ। আর সমগ্র রাজধানীতে এর সংখ্যা ছিলো ৫ লাখ।এই লক্ষমাত্রা পূরণ হয়েছে বলে জানিয়েছেন, বাংলাদেশ হাইড এন্ড স্কিন মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি আফতাব খান।
সিংক: আফতাব খান,সভাপতি,বাংলাদেশ হাইড এন্ড স্কিন মার্চেন্টস এসোসিয়েশন
সারাদেশে চামড়ার যে লক্ষমাত্রা ছিলো, তার ১০ শতাংশ কম পাওয়া গেছে বলে জানান তিনি।
এবার যথাযথ পদ্ধতি মেনেই চামড়া সংরক্ষণ করা হয়েছে বলে মনে করেন, ট্যানার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ।তিনি বলেন, অন্যবারের চেয়ে এবার চামড়া নষ্টও হয়েছে কম।
আর সরকার নির্ধারিত মূল্যেই খুব দ্রুত চামড়া সংগ্রহের কথা জানান ট্যানারি মালিকরা।